বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে ইস্তানবুল বক্সিং চ্যাম্পিয়নশিপে শেষ আটে পৌঁছলেন ভারতের জারিন

ইস্তানবুল, ১৮ মার্চ (হি.স.) : রাশিয়ান বক্সাকে হারিয়ে ইস্তানবুল বক্সিং চ্যাম্পিয়নশিপে শেষ আটে পৌঁছলেন ভারতের নিখাত জারিন। ইস্তানবুল বক্সিং চ্যাম্পিয়নশিপে  মেয়েদের ৫১ কেজি বিভাগে হারিয়ে দিলেন বিশ্ব চ্যাম্পিয়ন প্লাতসেভা একতারিনাকে। বাউটের শুরু থেকে রাশিয়ান বক্সারকে দাঁড়াতেই দেননি নিখাত। ৫-০ হারান একতারিনাকে।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেলজয়ী জারিন যে অঘটন ঘটিয়ে দেবেন, তা কেউই ভাবেনি। কিন্তু নিজের ওপর আস্থা ছিল ভারতীয় বক্সারের। একতারিনাকে ৫-০ হারিয়ে দেন তিনি। এই জয়ের ফলে শেষ আটে পা দিয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালেও তাঁর লড়াই কঠিন। কাজাখস্তানের দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন কিজাইবে নাজিমের মুখে নামবেন। যে ফর্মে আছেন, নিজেকে ধরে রাখতে পারলে শেষ চারেও পা রাখতে পারবেন।

জারিন ছাড়া শিবা থাপা, সোনিয়া লেথার, প্রবীণরাও কোয়ার্টারে ফাইনালে পৌঁছেছেন। শিবা ৬৩কেজিতে ৩-২ হারিয়েছেন কাজাখস্তানের স্মাগুলভ বাঘতিওভকে। সোনিয়া আর প্রবীণ স্থানীয় বক্সারদের হারিয়ে শেষ আটে পা দিয়েছেন। সব মিলিয়ে ছয় ভারতীয় বক্সার নামবেন কোয়ার্টার ফাইনালে। তবে দুর্যোধন নেগি, ব্রিজেশ যাদব, কৃষ্ণণ শর্মারা হেরে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *