বটতলায় হোটেলে যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ আবারও রাজধানী আগরতলা শহরে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ শহরের বটতলা এলাকায় রাঙ্গামাটি হোটেলের রুম থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷বটতলা রাঙ্গামাটি হোটেল থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


সংবাদসূত্রে জানাজায় গন্ডাছড়া আশীষ সরকার নামে এক যুবক তার ভগ্ণিপতিকে সঙ্গে নিয়ে রাঙ্গাউটি হোটেলে উঠেছিল৷ হোটেলের রুমে সে ফ্যানের সঙ্গে গামছা জড়িয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে৷ বিষয়টি জানাজানি হওয়ার পর খবর দেওয়া হয় বটতলা আউটপোস্ট এর পুলিশকে৷পুলিশ এসে হোটেলের রুম থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিপি হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ জানা গেছে আশীষ সরকার নামে ওই যুবক জিও কোম্পানির এজেন্ট হওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছিল৷কেন সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে সম্পর্কে অবশ্য এখনও পর্যন্ত স্পষ্ট কোনো কিছুই জানা যায়নি৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *