দৈনিক সংক্ৰমণ ২৯-হাজার ছুঁইছুঁই, ভারতে করোনায় মৃত্যু ১,৫৯,০৪৪

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): ভারতে বর্তমান করোনা-পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে! সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বাড়তে বাড়তে ২.৩৪-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। গত কয়েকদিন ধরে প্রতিদিনই দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী। সেই ট্রেন্ড বুধবারও অব্যাহত থাকল, মঙ্গলবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৯০৩ জন, এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১৭,৭৪১ জন করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,১০,৪৫,২৮৪ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৮,৯০৩ জন। ফলে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লক্ষ ৩৮ হাজার ৭৩৪-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৮৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৯,০৪৪ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ৪০৬ জন (২.০৫ শতাংশ), বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ১০,৯৭৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৩ কোটি ৫০ লক্ষ ৬৪ হাজার ৫৩৬ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ২১,১৭,১০৪ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *