সমস্ত ভারতীয়দের জন্যও বীরপুরুষ শেখ মুজিবর রহমান : মোদী

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): স্বাধীন বাংলাদেশের স্থপতি ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে মানবাধিকার ও স্বাধীনতার চ্যাম্পিয়ন আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী জানিয়েছেন, সমস্ত ভারতীয়দের জন্যও হিরো হলেন শেখ মুজিবর রহমান। বুধবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “জন্মবার্ষিকীতে মানবাধিকার ও স্বাধীনতার চ্যাম্পিয়ন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে শ্রদ্ধার্ঘ্য। তিনি সমস্ত ভারতীয়দের জন্যও বীরপুরুষ।” আগামী ২৬-২৭ মার্চ ঢাকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন, “ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপনের জন্য চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফর আমার কাছে অত্যন্ত সম্মানের।”

বাংলদেশের জাতির জনককে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। টুইট করে এস জয়শঙ্কর লিখেছেন, “জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর আদর্শ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ঐতিহাসিক মুজিব বর্ষ উদযাপন করতে পারবে ভারত, এজন্য ভারত গর্বিত।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর এই সফর। ঢাকা সফরের সময় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *