নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ মার্চ৷৷ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩ এবং শিক্ষকের সংখ্যাও ৩ জন৷শিক্ষার এই হাল-হকিকত পরিলক্ষিত হয়েছে সিপাহী জলা জেলার বিশালগড় মহকুমার ১০ কার্ড ভগৎ সিং নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এ৷ বিষয়টি সম্পর্কে শিক্ষা দপ্তর ওয়াকিবহাল থাকলেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না৷ অদ্ভুত এই কাণ্ড ঘিরে জনমনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ রাজ্যে এমন সুকল বর্তমানে রয়েছে যেখানে ছাত্র সংখ্যা মাত্র তিনজন৷
তিন জন ছাত্রের জন্য শিক্ষকও রয়েছেন তিনজন৷ অবিশ্বাস্য হলেও ঘটনাটি ১০০ শতাংশ সত্য৷বিশালগড় মহকুমার দশ কার্ড এলাকার ভগৎ সিং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে গিয়ে লক্ষ্য করা গেল সুকলের সেই চিত্র৷ সুকলে গিয়ে জানা গেল সুকলের প্রধান শিক্ষক সহ মোট তিনজন শিক্ষক রয়েছেন৷ তারা হলেন নারায়ন চন্দ্র দাস( প্রধান শিক্ষক), অক্ষয় কুমার সিনহা এবং তপন দাস৷ এই সুকলের ছাত্র-ছাত্রী মাত্র তিনজন৷ অবিশ্বাস্যয হলেও এটাই সত্যি৷ উল্লেখ্য এই সুকলটি স্থাপিত হয়েছিল ২০০৬ সালে৷ সুকল স্থাপনের পরে সুকলের ছাত্র সংখ্যা ছিল মোট সাতজন৷ বর্তমানে এই সুকলের ছাত্র সংখ্যা মাত্র তিনজন৷ সুকলের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দাস জানিয়েছেন সুকলের এই অবস্থার কথা শিক্ষা দপ্তেের অনেকবার জানিয়েছেন৷কিন্তু দপ্তর এই সুকলটি নিয়ে এখন পর্যন্ত কোনো চিন্তা-ভাবনা কেের নি৷