নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ সাত দফা দাবি আদায়ের জন্য কৈলাসহরের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা টিলাবাজার এলাকায় একইসাথে তিনটি জায়গায় পথ অবরোধ করে৷ কৈলাসহরের টিলা বাজারে অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ইরানি থানার পুলিশ অফিসার বদরুল হক এবং পংকজ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী অবরোধ স্থলে ছুটে আসে৷
টানা প্রায় চার ঘন্টা রাস্তা অবরোধ করার পর প্রশাসনিক আধিকারিকরা অবরোধস্থলে না আসায় ছাত্র ছাত্রীরা উত্তেজিত হয়ে পুলিশের সামনেই টায়ার পুড়িয়ে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে৷ টিলাবাজার সুকলের কয়েক শতাধিক ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধে সামিল হয়৷ অবরোধ শুরু করে ছাত্র ছাত্রীরা এনএসইউআই নেতাদের খবর দিলে নেতারা অবরোধস্থলে গিয়ে ছাত্র ছাত্রীদের আন্দোলনকে নৈতিক সমর্থন করে৷ ছাত্র নেতারাও বিক্ষোভ প্রদর্শনের শামিল হন৷ এন এস ইউ আই ঊনকোটি জেলা কমিটির সভাপতি জুবের আহমেদ খান এবং ছাত্রনেতা নজরুল ইসলাম সানু সহ আরও অন্যান্য ছাত্র নেতারা আন্দোলনে সামিল হন৷
আন্দোলন সম্পর্কে বলতে গিয়ে এনএসইউআই ঊনকোটি জেলা কমিটির সভাপতি জুবের আহমেদ খান বলেন, অবিলম্বে টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা প্রদান করতে হবে, সুকলের প্রত্যেকটি ক্লাসরুমে ফ্যানের ব্যবস্থা করতে হবে, সুকলে বড় আকারের একটি হল রুমের ব্যবস্থা করতে হবে, সুকলে শারীর শিক্ষক নিয়োগ করতে হবে, টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে খেলাধুলার পর্যাপ্ত পরিমাণে খেলার সামগ্রী প্রদান করতে হবে, সুকলে একটি ডাইনিং রুমের ব্যাবস্থা করতে হবে৷ প্রচন্ড গরমের মধ্যে ছাত্র-ছাত্রীরা টায়ার জ্বালিয়ে দেওয়ার কারণে আগুনের দোয়ায় এবং আগুনের লেলিহান শিখায় গরমে বাজার সম্পূর্ণ উত্তপ্ত হয়ে পড়ে৷ এই অবস্থায় একজন ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কৈলাসহর অগ্ণিনির্বাপক দপ্তরে৷
ছুটে আসে অগ্ণিনির্বাপক দপ্তরের গাড়ি৷ অসুস্থ ছাত্রটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে৷ কিছু লোকজন ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনকে অসহযোগিতা করছেন৷তার জন্য ছাত্র-ছাত্রীরা তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে৷ পাঁচ ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর ছুটে আসেন ঊনকোটি জেলা শিক্ষা দপ্তরের অধিকর্তা শ্যামল দাস৷ তিনি এসে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন৷শেষ অব্দি ছাত্র-ছাত্রীদের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিয়ে সুকলের প্রধানশিক্ষক সহ এন এস ইউ আই নেতাদের নিয়ে দীর্ঘ প্রায় একঘন্টা বৈঠক করে তাদের দাবি-দাওয়া পূরন করার আশ্বাস দেন শিক্ষা আধিকারিক৷সুনিদৃষ্ট আশ্বাসের পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে৷