নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): কেরলে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। “কংগ্রেসে গণতন্ত্র আর বেঁচে নেই”-এই কথা বলে বুধবার কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা পি সি চাকো। কেরলের ত্রিশূর লোকসভা আসনের প্রাক্তন সাংসদ হলেন পি সি চাকো। এদিন সাংবাদিক সম্মেলনে পি সি চাকো জানিয়েছেন, “আমি কংগ্রেস ছেড়েছি এবং ইস্তফাপত্র দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে পাঠিয়ে দিয়েছি।” কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে চাকো জানিয়েছেন, “কংগ্রেসে গণতন্ত্র আর বেঁচে নেই। রাজ্য কংগ্রেস কমিটির সঙ্গে আলোচনা না করেই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।”
পি সি চাকো আরও বলেছেন, “কংগ্রেস একটি মহান ঐতিহ্য। কংগ্রেসি হিসেবে থাকা অত্যন্ত সম্মানের, কিন্তু কেরলে কেউ কংগ্রেস ম্যান হতে পারবে না। তাই এই সিদ্ধান্ত নিলাম। এই দুর্যোগের সময় হাইকমান্ড চুপ করে রয়েছে। কেরলে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে। জনগণ চাইছেন কংগ্রেস ক্ষমতায় আসুক কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতারা গোষ্ঠী নিয়ে চর্চা করছে।” উল্লেখ্য, কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে ২ মে।