সক্রিয় রোগী ফের কমল, ভারতে ২২.৩৪-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): বাড়তে বাড়তে ভারতে ২২.৩৪-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৯ মার্চ সারা দিনে ভারতে ৭,৬৩,০৮১টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২২,৩৪,৭৯,৮৭৭-এ পৌঁছে গিয়েছে।

ভারতে বিগত ২৪ ঘন্টায় ফের কমল সক্রিয় রোগীর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় কমেছে ২,৮৬৪ জন। দৈনিক আক্রান্তের সংখ্যাও নিম্নমুখী, সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২০,৬৫২ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৫৮,০৬৩ জনের মৃত্যু হয়েছে (১.৪০ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৩৩ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,০৯,২০,০৪৬ জন (৯৬.৯৬ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই কমেছে, ২,৮৬৪ জন কমে এই মুহূর্তে ভারতে মোট ১,৮৪,৫৯৮ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন (১.৬৪ শতাংশ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *