পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত শিক্ষক, গুরুতর আহত সাতজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ আসাম আগরতলা জাতীয় সড়কের চম্পকনগরের সাধু পাড়ায় একটি বাইক ও গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত শিক্ষকের নাম চন্দ্রমণি দেববর্মা৷রাজ্যে পথদুর্ঘটনা প্রতিদিন অব্যাহত রয়েছে৷ দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশ ও আরক্ষা প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা কোনভাবেই সম্ভব হচ্ছে না৷ বেশিরভাগ ক্ষেত্রেই যানবাহনের চালকদের অসাবধানতা ও দ্রুতগামী তার কারণে দুর্ঘটনা ঘটে চলেছে৷


মঙ্গলবার সকালেও আসাম আগরতলা জাতীয় সড়কের চম্পকনগরের সাধুপাড়া বাইক ও গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে৷ তাতে ঘটনাস্থলেই বাইক চালক চন্দ্র মণি-দেববর্মার মৃত্যু হয়৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইক আটক করেছে পুলিশ৷ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ প্রাথমিক তদন্তে জানা গেছে চালকদের অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ পথদুর্ঘটনায় শিক্ষক এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে৷


এদিকে, বিশালগড় বাইপাস রুটে পথদুর্ঘটনায় শিশুসহ ৬ জন আহত হয়েছেন৷ আহতদের বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷সেখান থেকে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷বিশালগড় নবনির্মিত বাইপাস রোডে প্রতি নিয়ত দুর্ঘটনা ট্রেডিশনের রূপ নিচ্ছে৷এমনই এক ঘটনা ঘটেছে আজ৷আগরতলা থেকে একটি অটো গাড়ি ভাড়া নিয়ে বিশালগড় নেমন্তন্ন খাওয়ার জন্য যাচ্ছিল তেলিয়ামুড়ার কিছু লোক৷বাইপাস রোডে আসা মাত্রই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়৷এতে শিশুসহ ৬ জন আহত হয়৷প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে খবর পাঠায় বিশালগড় দমকল কর্মীদের৷তারা ছুটে গিয়ে আহত ৬ জনকে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ জানা যায় আহত ৬ জনের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক৷পরবর্তী সময়ে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় এক যুবককে তড়িঘড়ি হাঁপানিয়া হাসপাতালে রেফার করেন৷ এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সিপাহী জলা জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ সাহা বিশালগড় হাসপাতালে ছুটে যান রোগীদের খবর নেওয়ার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *