নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.) : স্ত্রী-কন্যার নতুন ছবি প্রকাশ্যে এনে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি। সোমবার কোহলি নারী জাতিকে কুর্নিশ জানিয়ে বিরাট লেখেন, ‘মেয়েরা সবক্ষেত্রে ছেলেদের চেয়ে বেশি শক্তিশালী’।
আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, আর এই বিশেষ দিনে বিশেষ বার্তায় শামিল অনুষ্কা-ভামিকা। বিরাট লিখেছেন, ‘সন্তানের জন্মের সাক্ষী থাকাটা সবচেয়ে শিহরণ জাগানো, অবিশ্বাস্য এবং ভাষায় প্রকাশ না করতে পারা একটা অভিজ্ঞতা যে কোনও মানুষের জন্য। সেটার সাক্ষী থাকবার পর, তুমি উপলব্ধি করতে পারো আসল শক্তি কাকে বলে, নারীদের ঐশ্বরিক ক্ষমতা… সেই কারণেই ভগবান তাঁদের ভিতরেই জীবনের জন্ম দেয়…কারণ তাঁরা পুরুষদের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। আমার জীবনে সবচেয়ে নির্ভীক, সহমর্মী, শক্তিশালী মেয়েকে জানাই নারী দিবসের শুভেচ্ছা, আরও একজন যে নিজের মায়ের মতই বড় হয়ে উঠবে। আর এই পৃথিবীর সকলে মেয়েদের জানাই নারী দিবসের শুভেচ্ছা’