দিল্লিতে বাবা মায়ের সমাধিস্থল শ্রদ্ধা জানালেন শাহরুখ খান

নয়াদিল্লি, ৭  মার্চ (হি. স.) :  দিল্লিতে পৌঁছেই বাবা মায়ের সমাধিস্থল ঘুরে দেখলেন শাহরুখ খান। বাবা মির তাজ মহম্মদ খান এবং মা ফতিমা খানের সমাধির সামনে শ্রদ্ধা জানাতে দেখা গেল তাঁকে। প্রথা মেনে , মাটিতে মাথা ঠেকিয়ে শাহরুখ স্মরণ করে নিলেন বাবা-মাকে।

দিল্লি গেলেই বাবা-মায়ের সমাধিস্থল একবার হলেও ঘুরে দেখতে ভোলেন না কিং খান। দিল্লি যে তাঁর কাছে ইমোশন সে কথা বহুবার বহু সাক্ষাৎকারে বলেছেন এসআরকে। ছোটবেলাতেই হারিয়েছেন বাবা-কে। ১৯৯০ সালে  মা’ও মারা যান ক্যানসারে। ছেলের সফলতা দেখে যেতে পারেননি বাবা-মা। সে নিয়ে আক্ষেপ রয়েছে তাঁর । আর সে কারণেই দিল্লি তাঁর আজও বড় প্রিয়, বড় কাছের। যেখানে সযত্নে রাখা আছে তাঁর এক টুকরো ছেলেবেলা।অন্যদিকে সিনেমা জগৎ থেকে একটা লম্বা বিরতির পর আবারও কাজে ফিরেছেন এসআরকে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন-থ্রিলারে দেখা যাবে তাঁকে। বিপরীতে রয়েছেন দীপিকা। এই নিয়ে তিন বার দীপিকার সঙ্গে জুটি বাঁধছেন এসআরকে। দীপিকার প্রথম ছবি ‘ওম শান্তি ওম’-এ তিনিই ছিলেন হিরো। এর পর তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল চেন্নাই এক্সপ্রেস ছবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *