ব্রিগেড দেখে কেউ কেউ ভাবছেন, আজ ২ মে এসে গিয়েছে, জনসমাগম দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা, ৭ মার্চ (হি.স.) : ব্রিগেডে বিজেপির সমাবেশে জনসমাগম দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রবিবার ব্রিগেডে জনতার ঢল দেখে তিনি বলেন, এতদিনের রাজনৈতিক জীবনে এত জনসমুদ্র কখনও দেখিনি  । তিনি আরও বলেন, ব্রিগেড দেখে তো কেউ কেউ ভাবছেন, আজ ২ মে এসে গিয়েছে

আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য নবান্ন দখল। আর সেই লক্ষ্যেই প্রথম দু-দফা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর রবিবার ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হয় বাংলায় বিজেপির মেগা প্রচার। আর সেই ব্রিগেড সমাবেশকে ঐতিহাসিক করে তুলতে বদ্ধপরিকর ছিলেন বিজেপি নেতারা । আর তা তাঁরা করতে পেরেছেন বলেই মনে হয় । এদিনের ব্রিগেড সমাবেশে জনসমাগম দেশে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, রাজনৈতিক জীবনে শয়ে শয়ে সমাবেশে ভাষণ দিয়েছি। কিন্তু এত বড় রাজনৈতিক জীবনে কখনও এত বড় জনসমুদ্র দৃশ্য আগে দেখার সৌভাগ্য হয়নি। কপ্টার থেকে যখন দেখছিলাম, ময়দানে তো জায়গা নেই। সেই সঙ্গে সব রাস্তায় ভিড় দেখলাম। আমার মনে হয় না, ওঁরা পৌঁছাতে পারবেন ব্রিগেডে।

এদিন তিনি আরও বলেন, এত জনসমুদ্র দেখে তো কেউ কেউ ভাবছেন, আজ ২ মে এসে গিয়েছে। আমরা পরিশ্রমের মাধ্যমে আপনাদের হৃদয় দিনরাত জিততে থাকব। আমরা ২৪ ঘণ্টা আপনাদের জন্য পরিশ্রম করব। এখানকার বিজেপি সরকার মানুষের উন্নতির চেষ্টা করব। পরিশ্রমে কোনওরকম ফাঁক রাখা হবে।

এ দিন প্রচুর মানুষ জড়ো হয় ব্রিগেডে। প্রায় সকলের হাতেই ছিল “আর নয় অন্যায় এবার আসল পরিবর্তন চাই।” বিজেপি শীর্ষ নেতৃত্বের আগাম দাবি ছিল, আজ ব্রিগেডে যা ভিড় হবে, তা অতীতে কখনও দেখেনি বাংলা। বিজেপির রাজ্য সভাপতি বলেন, এখান থেকেই শুরু হয়ে যাবে সোনার বাংলা গড়ার পথ।’ সভার ভিড় দেখে চওড়া হাসি সবার মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *