কলকাতা, ৪ মার্চ (হি.স.) : করোনার টিকা নিলেন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে এ টিকা নেন।
সারা বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনার প্রকোপ। তবে এরই মাঝে শুরু হয়েছে টিকাকরণ। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও চলছে টিকাকরণ । ভারত থেকে পাওয়া টিকার নিয়ে গত ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশে শুরু হয়েছে টিকাকরণ অভিযান। আর আজ বৃহস্পতিবার করোনার টিকা নিলেন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে এ টিকা নেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম । তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজ বিকালেই টিকা নিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার ছোটবোন শেখ রেহানা। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি করোনার টিকা নেন শেখ রেহানা।