শিশুবিহার স্কুলের ভর্তির নামে টাকা হাপিজ প্রতারকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ রাজধানী শহরের বনেদি সুকল শিশু বিহারে বাঁকা পথে ছাত্র ভর্তির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ মিলেছে৷ একটি দুষ্ট চক্র এই ঘটনায় জড়িত৷ এ ব্যাপারে একজনকে সোমবার পুলিশ আটক করেছে৷ শিশু বিহার সুকলের শিক্ষক পরিচয় দিয়ে ৫০ হাজার টাকার বিনিময় ছাত্র ভর্তি করার চেষ্টার গুরুতর অভিযোগ মিলেছে৷ বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল৷ শেষ পর্যন্ত এক ভুয়া শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ওই ব্যক্তির নাম তুষার সাহা৷

বাড়ি ভট্টপুকুর এর কালিটিলা এলাকায়৷ এ বিষয়ে খোঁজ-খবর নিতে শিশু বিহার সুকলে গিয়ে জানা যায় এ ধরনের কোন শিক্ষক বা সুকল ম্যানেজিং কমিটির সদস্য নেই৷ আটক জয়ন্ত দাস নামে এক ব্যক্তি শিশু বিহার সুকলে ছাত্র ভর্তি করানো হয়েছে৷ এ বিষয়টিও অস্বীকার করেছেন কর্তৃপক্ষ৷শিশু বিহার সুকলে ছাত্র ভর্তি নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *