নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্র, কেরল, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং পঞ্জাব-এই পাঁচটি রাজ্যে দ্রুততার সঙ্গে বাড়ছে নতুন করোনাভাইরাসের সংক্রমণ। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে চিন্তা! তাই এই পাঁচ রাজ্যের বাসিন্দাদের দিল্লিতে আসতে হলে, নিজেদের সঙ্গে অবশ্যই আনতে হবে নেগেটিভ কোভিড টেস্ট রিপোর্ট। এমনই নির্দেশ জারি করা হয়েছে দিল্লি সরকারের পক্ষ থেকে। আগামী ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হয়ে ১৫ মার্চ অবধি এই বিধিনিষেধ লাগু থাকবে, তাই এই সময়ের মধ্যে যাঁরা মহারাষ্ট্র, কেরল, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং পঞ্জাব-এই পাঁচটি রাজ্য থেকে দিল্লিতে আসবেন তাঁদের আনতে হবে নেগেটিভ কোভিড টেস্ট রিপোর্ট।
মহারাষ্ট্রের পুণে, নাগপুর, মুম্বই, অমরাবতী, থানে এবং আকোলা জেলাতে সংক্রমণ হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। একইভাবে মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপাল এবং বেতুল জেলার কোভিড পরিস্থিতিরও অবনতি হয়েছে। একই ভাবে পঞ্জাব, ছত্তিশগড়, কেরলেও দ্রুত বাড়ছে সংক্রমণের সংখ্যা। তাই এই পাঁচ রাজ্যের বাসিন্দাদের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে দিল্লি সরকার। ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকেও টিকাকরণ আরও দ্রুত করার জন্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, ছত্তিশগড়কে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।