জম্মু, ৯ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে গেল যাত্রীবোঝাই একটি টেম্পো। টেম্পো দুর্ঘটনায় আহত হয়েছেন মোট ১১ জন যাত্রী, তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। মঙ্গলবার দুর্ঘটনায় ঘটেছে রাজৌরি জেলার খাওয়াসের লট্টি এলাকায়। আহতদের মধ্যে ৮ জনের নাম-কার্তার সিং, বলবন্ত সিং, আম্মনা বেগম, রশপাল সিং, মদন লাল, রাম প্রকাশ, সত্য দেবী এবং আঁচল সিং। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার খাওয়াস থেকে কালাকোটে অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই টেম্পোটি। খাওয়াসের লট্টি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে যায় টেম্পোটি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১১ জন। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় ১১ জনকে। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা খারাপ হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।