আগরতলা, ২৯ জানুয়ারি (হি.স.) : অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের সম্ভবত মুম্বাইয়ের প্রতি ঝোঁক বাড়ছে। গতকালের পর আজ আরও চার অবৈধ অনুপ্রবেশকারীকে আগরতলার এমবিবি বিমানবন্দরে আটক করা করেছে পুলিশ। তাদের সাথে মুম্বাইয়ের যোগসূত্র রয়েছে। গতকাল একজনকে আটক করা হয়েছিল। তিনি মুম্বাই যাচ্ছিলেন। আজ ধৃত চারজনের মধ্যে একজন মুম্বাইয়ের স্থায়ী বাসিন্দা বলে প্রমাণ মিলেছে।
পুলিশ জানিয়েছে, শেখ নিজাম, মহম্মদ কাউ সোভান, মহম্মদ হাফিজ শেখ এবং দিলওয়ার শেখকে এমবিবি বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তারা এয়ার ইন্ডিয়া-র বিমানে কলকাতা যাচ্ছিলেন। পুলিশের দাবি, আজ ওই চারজন বিমানবন্দরে বোর্ডিং পাস নেওয়ার জন্য সচিত্র পরিচয়পত্র জমা দেন। তখন তাদের মধ্যে একজনকে বাবার নাম জিজ্ঞাসা করা হয়। সচিত্র পরিচয়পত্রে লেখা নামের সাথে অমিল ধরা পড়ায় বিমান সংস্থার কর্মীদের সন্দেহ হয়। তখন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তাতে অসংলগ্নতা ধরা পড়ে যায়। তখন পুলিশ তাদের চার জনকেই গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে একজন মুম্বাইয়ের স্থায়ী বাসিন্দা বলে প্রমাণ মিলেছে। তার মাধ্যমে বাকি তিনজনের জাল নথি তৈরি হয়েছে। এদিকে, গতকাল এক ব্যক্তি আটক করেছে পুলিশ। তার কাছেও ভারতে প্রবেশের বৈধ কাগজ ছিল না। জাল নথি নিয়ে বিমানে পাড়ি দেওয়ার সময় পুলিশের জালে ধরা পড়েছে। গত ৫ জানুয়ারি ১২ জন অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়েছিল। তবে, সবচেয়ে চিন্তার বিষয় হল, অবৈধ অনুপ্রবেশকারীদের সাথে মুম্বাইয়ের যোগসূত্র রয়েছে।