BRAKING NEWS

অসমে বিধানসভা নিৰ্বাচন বিহুর আগেই, ইঙ্গিত মুখ্য নিৰ্বাচন কমিশনার সুনীল অরোরার

গুয়াহাটি, ২০ জানুয়ারি (হি.স.) : বিহু অর্থাৎ পয়লা বৈশাখের আগেই অসম বিধানসভা নিৰ্বাচনের ইঙ্গিত দিয়ে গেলেন দেশের মুখ্য নিৰ্বাচন কমিশনার সুনীল অরোরা। তিনদিনের অসম সফরের শেষ দিন বুধবার স্থানীয় অভিজাত হোটেল রেডিসন ব্লুতে দুই কমিশনার সুশীল চন্দ্র এবং রাজীব কুমারকে দুপাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করছিলেন দেশের মুখ্য নিৰ্বাচন কমিশনার (সিইসি) সুনীল অরোরা। আজ সকালে কলকাতার উদ্দেশে যাত্রা করার আগে তাঁরা কামাখ্যা মন্দিরে গিয়ে মায়ের পুজো দিয়েছেন তাঁরা।

তিনদিনের ধারা কাৰ্যসূচির মাধ্যমে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছেন সাংবাদিক সম্মলনে তার তথ্য দিয়েছেন (সিইসি)। তিনি জানান, প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি আসন্ন বিহু (১৫ এপ্রিল, পয়লা বৈশাখ)-র আগে রাজ্য বিধানসভা নিৰ্বাচন অনুষ্ঠিত করার আগ্রহ প্রকাশ করেছেন। বৰ্তমান সরকারের মেয়াদ, বিহু, দেওয়ালি, পরীক্ষা ইত্যাদি বিষয়ে গুরুত্ব দিতে হবে। তাই এ ব্যাপারে ইতিবাচক বিবেচনা করে ব্যবস্থা নেবেন, জানান মুখ্য নিৰ্বাচন কমিশনার সুনীল অরোরা। অরোরা জানান, নিৰ্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সে ব্যাপারে সাধারণ এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এবার কোভিড প্ৰটোকল অনুযায়ী অসমে ভোটকেন্দ্ৰ বাড়ানো হবে বলেও জানিয়েছেন সিইসি। জানান, যে সকল কেন্দ্রে এক হাজারের বেশি ভোটার রয়েছেন সেই সব ভোটকেন্দ্ৰের পাশেই স্থাপন করা হবে নতুন ভোটকেন্দ্ৰ। ভূমিতলেই স্থাপন করা হবে প্ৰতিটি ভোটকেন্দ্ৰ।

মুখ্য নির্বাচন কমিশনার আরও জানান, সব ভোটকেন্দ্রে থাকবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। অবাধ ভোটগ্রহণের পরিপ্রেক্ষিতে সংস্থাপন করা হবে সিসি ক্যামেরাও। এছাড়া প্ৰাৰ্থীরা অনলাইন যোগে সংগ্ৰহ করতে পারবেন মনোনয়ন পত্ৰ। কোভিড পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে এবার ভোটারদের মধ্য প্রচার করতে প্ৰাৰ্থী সহ পাঁচজন করে সংশ্লিষ্টদের ঘরে ঘরে যাওয়ার বিধি বেঁধে দেওয়া হয়েছে। তাছাড়া রোড শোর ক্ষেত্ৰে কোনও বাধানিষেধ থাকবে না। সাংবাদিকদের এক জিজ্ঞাসার জবাবে অরোরা জানান, যদি ভোটার তালিকায় নাম থাকে, তা-হলে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-তে নাম না থাকলেও সেই সব ব্যক্তি ভোটদানের সুযোগ বা সুবিধা পাবেন।

তিনি জানান, নিৰ্বাচনের জন্য প্ৰস্তুতি প্ৰায় সম্পন্ন হয়ে গেছে। ‘টিম অসম’ নিৰ্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত জানান, অরোরা। ইতিমধ্যে গত ১৮ জানুয়ারি রাজ্যের সব জেলায় প্ৰকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। জানান, নিৰ্বাচনী ব্যয় নিরীক্ষণের জন্য নিয়োগ করা হবে পৰ্যবেক্ষক। পর্যবেক্ষক তদারকি করবেন দল বা প্রার্থীদের নির্বাচনী ব্যয় ইত্যাদি। এছাড়া গোটা নির্বাচন প্রক্রিয়া দেখশোনের জন্য নিয়োগ করা হবে বিশেষ পৰ্যবেক্ষকও। জেলা পৰ্যায়ে নিৰ্বাচনী ব্যয় নিরীক্ষণ করবেন জেলাশাসক। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় সেজন্য সোশাল মিডিয়ার ওপর রাখা হবে কঠোর নিরীক্ষণ। গোলমেলে দেখলেই নেওয়া হবে ব্যবস্থা।

সিইসি অরোরা জানান, একটি রাজনৈতিক দল নিৰ্বাচন প্রক্রিয়া ইভিএম-এর বদলে ব্যালট পেপারে সম্পন্ন করার আবেদন জানিয়েছিল। ওই দলের আহ্বান অনুযায়ী তা সম্ভব নয়, ভোট সম্পন্ন হবে ইভিএম-এর মাধ্যমেই, স্পষ্ট করেছেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনার আরও জানান, ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর তার মেয়াদ  শেষ হবে ৩১ মে। এর মধ্যেই ভোটের যাবতীয় প্রক্রিয়া শেষ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। 

এখানে উল্লেখ করা যেতে পারে, অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে পর্যালোচনা করতে তিনদিনের সফরসূচি নিয়ে গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় পূর্ণাঙ্গ বেঞ্চ নিয়ে গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করেছিলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। মুখ্য নির্বাচন কমিশনার অরোরা নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন তিন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র, রাজীব কুমার ও ধর্মেন্দ্র শর্মা (ডিজি), ডেপুটি ইলেকশন কমিশনার চন্দ্রভূষণ কুমার, প্রেস ইনফরমেশন ব্যুরোর এডিজি তথা মুখপাত্র শেফাইল বি শরণ, সিনিয়র প্রিন্সিপাল সেক্রেটারি নরেন্দ্র এন বুটলিয়া, ডিরেক্টর অব এক্সপেনডিচার পঙ্কজ শ্রীবাস্তব এবং ইভিএম কনসালটেন্ট বিপিন কাটারা।

এখানে এসে ওই দিন রাত সাড়ে আটটায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির পর্যালোচনা বৈঠক করেছেন তাঁরা। ওই বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যসচিব, গৃহসচিব, পুলিশ-প্রধান, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এবং পুলিশের নোডাল অফিসার। পরের দিন ১৯ ডিসেম্বর নির্দিষ্ট নির্ঘণ্ট অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত বিভাগীয় আধিকারিক তথা প্রতিটি জেলায় নিয়োজিত নির্বাচন আধিকরিক, জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এবং তাঁর দল বৈঠক করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *