শ্রীনগর, ১৯ জানুয়ারি (হি.স.): প্রবল ঠাণ্ডায় জবুথবু গোটা কাশ্মীর উপত্যকা। শৈত্যপ্রবাহ চলছে কাশ্মীর উপত্যকাজুড়ে। শ্রীনগর কাঁপছে মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াসে। মাত্রাতিরিক্ত ঠাণ্ডার কারণে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে কাশ্মীর উপত্যকায়। পানীয় জলের বিভিন্ন উৎস জমে বরফ হয়ে গিয়েছে। জমে বরফ হয়ে গিয়েছে ডাল লেক। অন্যান্য হ্রদও জমে গিয়েছে।
জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.০ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ৮.৪ ডিগ্রি এবং গুলমার্গের মাইনাস ৬.২ ডিগ্রি। কাশ্মীরে এই মুহূর্তে ৪০ দিন ব্যাপী ‘চিল্লাই-কালান’-এর অধীনে। আগামী ৩১ জানুয়ারি শেষ হবে ‘চিল্লাই-কালান’।এমতাবস্থায় আগামী ২৪ জানুয়ারি কাশ্মীর ও লাদাখে পুনরায় তুষারপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ বজায় থাকবে কাশ্মীর ও লাদাখে। ২৪ জানুয়ারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।