BRAKING NEWS

মাতাবাড়ির উন্নয়নে ৩৭ কোটি ৮০ লক্ষ টাকা মঞ্জুর করল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷ একান্ন পিঠের একটি মাতা ত্রিপুরেশ্বী মন্দিরের উন্নয়ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার ৩৭ কোটি ৮০ লক্ষ টাকা মঞ্জুর করেছে৷ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তরফ থেকে রাজ্যের পর্যটন দফতরকে বিষয়টি জানানো হয়েছে৷


পর্যটন দপ্তরের অধিকর্তা প্রকল্পের ডিপিআর কেন্দ্রীয় সরকারের কাছে উপস্থাপন করেছিল গত বছরের ৪ নভেম্বর৷ মূলত কেন্দ্রীয় সরকারের ‘প্রসাদ’ স্কিমে এই টাকা মঞ্জুর করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যের এই পর্যটন কেন্দ্রের বিকাশে মূলত মন্দিরকে ঘিরে ৩৩টি ছোট বড় কাজ করা হবে৷ ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসেবে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলাপমেন্ট কর্পোরেশন লিমিটেডকে (টিটিডিসিএল) দায়িত্ব দেওয়া হয়েছে৷ এই টাকা টিটিডিসিএলকে সরাসারি দেওয়া হবে৷ এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইটারে উল্লেখ করেন, ৩৭ লক্ষ ত্রিপুরাবাসী ধন্যবাদ জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহলাদ প্যাটেলকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *