দিল্লির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে : সত্যেন্দ্র জৈন

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি. স.): দিল্লিতে বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রবিবার সকালে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। এদিন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, বর্তমানে দিল্লিতে নতুন করে আক্রান্ত ৪৯৪। গতবছরের ১৭ মের তুলনায় এটি হচ্ছে সর্বনিম্ন। যদিও পজিটিভিটি রেট ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ দিল্লিতে প্রতি হাজার জনে মাত্র ৭ জন আক্রান্ত। করোনা পরীক্ষার কাজ গোটা রাজধানীজুড়ে পুরোদমে চলছে।


 দিল্লিতে করোনা প্রতিষেধক দেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, বিভিন্ন দফায় ভাগ করে প্রতিষেধক জনগণের মধ্যে বিতরণ করা হবে। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের করোনার প্রতিষেধক দেওয়া হবে। দিল্লিতে প্রায় তিন লক্ষ স্বাস্থ্যকর্মী রয়েছে। অনলাইন ওয়ার্কার এর সংখ্যা ছয় লক্ষ। শনিবার পর্যন্ত দিল্লিজুড়ে প্রতিষেধকের ড্রাই রান চলেছে। প্রায় এক হাজার কেন্দ্র গড়ে তোলা হয়েছে প্রতিষেধক দেওয়ার জন্য। এর মধ্যে ৫০০ থেকে ৬০০ কেন্দ্র প্রথম দফায় ব্যবহার করা হবে।