করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি সঞ্চালক ও সাংবাদিক ল্যারি কিং

লস অ্যাঞ্জেলেস, ৩ জানুয়ারি (হি. স.): মার্কিন টেলিভিশন জগতের কিংবদন্তি বরিষ্ঠ সঞ্চালক তথা সাংবাদিক ল্যারি কিং করোনায় হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে ৮৭ বছর বয়সী ল্যারি কিং এর শরীরে করোনা সংক্রমণ মিলেছে। শনিবার লস এঞ্জেলেসের সিডার- সিনাই মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে বয়স জনিত কারণে একাধিক রোগে জর্জরিত ল্যারির শরীর। এবার করোনার বিরুদ্ধেও তাকে লড়তে হচ্ছে।

হাসপাতালে তরফ থেকে জানানো হয়েছে করোনায় আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা সংকটজনক নয়। ফলে এখনই তাকে ভেন্টিলেটরে রাখার কোনো প্রয়োজন নেই।
 উল্লেখ করা যেতে পারে ৬০ বছরের বর্ণময় সাংবাদিক ও সঞ্চালক জীবনে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন ল্যারি কিং। তার অকাট্য প্রশ্নবাণে বিদ্ধ হতে হয়েছে বহু খ্যাতনামা ব্যক্তিত্বকে। ২০১৭ সালে তার ফুসফুসে কর্কট ধরা পড়ে। ২০১৯ সালের এপ্রিলে তার হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টি হয়। তাকে স্ট্রোকেও আক্রান্ত হতে হয়েছে।