BRAKING NEWS

রেকর্ড গড়ে ডিসেম্বরে জিএসটি আদায় ১.১৫ লক্ষ কোটির বেশি

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): সবচেয়ে বেশি কর সংগ্রহ হল বছরের শেষ মাসে । ডিসেম্বর মাসে ১.১৫ লক্ষ কোটির বেশি পণ্য পরিষেবা কর (জিএসটি) আদায় হয়েছে । জিএসটি লাঘু হওয়ার পর যা রেকর্ড ।শুক্রবার অর্থমন্ত্রকের বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, গত বছরের শেষ মাসের তুলনায় এমাসে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ শতাংশ।

অর্থমন্ত্রকের বিবৃতিতে বলা হয়, এপর্যন্ত সবচেয়ে বেশি জিএসটি সংগ্রহ হয়েছিল ২০১৯ সালের এপ্রিল মাসে। সে মাসে সরকার ১ লক্ষ ১৩ হাজার ৮৬৬ কোটি টাকা জিএসটি বাবদ আদায় করেছিল। কিন্তু সেই রেকর্ড ভেঙে গেল ডিসেম্বর মাসে। ২০২০ সালের ডিসেম্বর মাসে সংগৃহীত জিএসটি এই প্রথম ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকার গণ্ডি ছাড়াল। ডিসেম্বর মাসে দেশে মোট সংগৃহীত জিএসটির পরিমাণ ১ লক্ষ ১৫ হাজার ১৭৪ কোটি টাকা।

২০১৯ সালের ডিসেম্বর মাসে মোট সংগৃহীত জিএসটির পরিমাণ ছিল ১ লক্ষ ৪ হাজার ৯৬৩ কোটি। শুক্রবার অর্থমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, গত বছরের শেষ মাসের তুলনায় এমাসে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ শতাংশ। গত এক বছরে জিএসটি সংগ্রহ বৃদ্ধির হারে শীর্ষস্থানে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি। জিএসটি সংগ্রহ বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ত্রিপুরা।

করোনা সংক্রমণ রুখতে ২৫ মার্চ লকডাউন জারি হয় সারা দেশে। তারপর থেকেই মার খেয়েছিল ব্যবসা। ফলস্বরূপ, কমেছিল জিএসটি সংগ্রহের হারও। কিন্তু আনলক পর্ব শুরু হতেই ফের বৃ্দ্ধি পায় জিএসটি সংগ্রহের হার। অক্টোবরে জিএসটি সংগ্রহ ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছিল। আর ডিসেম্বরে তা নতুন মাইল ফলক অতিক্রম করল।

প্রসঙ্গত, আয়কর দাখিলের মতোই বেড়েছে জিএসটি জমা দেওয়ার সময়সীমাও। নতুন নির্দেশিকা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে জিএসটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *