দেশে শক্তিশালী বিরোধীদের থাকা ভীষণ জরুরি : রাকেশ টিকাইত

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): ভারতে বিরোধী রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন ভারতীয় কিসান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত। আক্ষেপের সঙ্গে তিনি জানিয়েছেন, দেশে শক্তিশালী বিরোধীদের থাকা ভীষণ জরুরি। যাঁদের সরকার ভয় পাবে, কিন্তু ভারতে বিরোধীদের সেই শক্তি নেই। ফলে বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে কৃষকদের।
কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। সরকার কৃষকদের কথা শুনলেও, আইন প্রত্যাহার করতে নারাজ।

ইতিমধ্যেই কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ও কৃষি আইন ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন কংগ্রেস নেতারা। আটকও হয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। এবার বিরোধীদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন কৃষক নেতা রাকেশ টিকাইত। বুধবার সকালে গাজীপুর সীমায় রাকেশ টিকাইত জানিয়েছেন, দেশে শক্তিশালী বিরোধীদের থাকা ভীষণ জরুরি। যাঁদের সরকার ভয় পাবে, কিন্তু ভারতে বিরোধীদের সেই শক্তি নেই। ফলে বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে কৃষকদের। তাঁবুতে বসে এবং রাস্তায় নেমে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ দেখতে হবে বিরোধীদের।