নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ ডিসেম্বর৷৷সোমবার আনুমানিক রাত সাড়ে সাতটা নাগাদ বিশ্রামগঞ্জ থানাধীন সমতল আমতলী টিএসআর ক্যাম্প সংলগ্ণ এলাকায় ত্রিং মেলা দেখে ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছে সুমন দাস (৩২)নামে এক যুবক৷
তার বাড়ি আগরতলা গান্ধীগ্রাম এলাকায়৷ টিআর ০১ ওয়াই ৬৬৭৪ নম্বরের বাইটিকে কোন একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়৷প্রত্যক্ষদর্শীরা বিশ্রামগঞ্জ অগ্ণিনির্বাপক দপ্তরের খবর দিলে কর্মীরা ছুটে এসে আহত সুমনকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রতন দেববর্মা আহত সুমনের অবস্থা বেগতিক দেখে জিবিপি হাসপাতালে রেফার করে দেয়৷

