নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ সিপাহী জলাজেলার সোনামুড়া মহাকুমার কলম চওড়া থানা এলাকার মানিকনগরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জের ধরে দুই পরিবারের সংঘর্ষে ছয়জন রক্তাক্ত হয়েছেন৷ সংঘর্ষে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷আহতদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷
ঘটনাকে কেন্দ্র করে মানিক নগর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে কলম চওড়া থানায় মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত এই সংঘর্ষের ঘটনায় কাউকে গ্রেফতার এর সংবাদ নেই৷ পুলিশ এলাকার পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷ ফের যেকোনো সময় এলাকায় হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
ঘটনার বিবরণে জানা যায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এই রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছে৷ গৃহবধুটি স্বামীর হাতে আক্রান্ত হওয়ার পর বিষয়টি সে তার বাপের বাড়ির লোকজন জানায়৷ খবর পেয়ে বাপের বাড়ির লোকজন ছুটে আসলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি৷ শেষ পর্যন্ত স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন৷

