নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় নিরাপত্তারক্ষীদের জন্য উন্নত মানের অস্ত্র বানানোর জন্য ডিআরডিও’র বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার মিলিটারি লেকচার ফেস্টিভ্যাল-২০২০, নামে একটি ভারচুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে ডিআরডিওর বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।
এদিন সংস্থার প্রধান জি সতীশ রেড্ডির নেতৃত্বে বিজ্ঞানীরা ভারতীয় নিরাপত্তারক্ষীদের জন্য উন্নত মানের অস্ত্র বানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি । পরিবর্তিত সময়ে যেভাবে হুমকি ও যুদ্ধ করার ধরন বদলাচ্ছে তাতে অনেক ধরণের নিরাপত্তাজনিত বিষয় ভারতের সামনে আসবে বলেও দাবি করেন প্রতিরক্ষা মন্ত্রী।
শুক্রবারের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা নিয়ে তিনি আরও বলেন, ‘আমি দেখেছি এই ধরনের অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ। কারণ নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ভারতকে একটি সুপার পাওয়ার বানাতে চাইছে। আর সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিজ্ঞানীরা। তবে আমি চাই দেশের সাধারণ মানুষও সেনা সংক্রান্ত বইপত্র পড়ে এই সম্পর্কে জ্ঞান অর্জন করুন।’