কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষক সংগঠনগুলির

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি. স.): দিন যত যাচ্ছে কৃষক আন্দোলন তত বেশি জোরালো আকার ধারণ করে চলেছে। রবিবাসরীয় সকালে দিল্লি-হরিয়ানা সীমান্তে বিক্ষোভরত কৃষকদের হয়ে ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকিয়াইত জানিয়েছেন, কর্পোরেট সেক্টরের হয়ে কেন্দ্রীয় সরকার কাজ করছে।


 আন্দোলন যে চলবে তার উপর আলোকপাত করে তিনি জানিয়েছেন, কৃষকরা এখানে বিক্ষোভ করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। সংসদে নতুন কৃষি আইন পাশ করার আগে যেভাবে গুদাম ঘর তৈরি করা হয়েছে তাতে পরিকল্পনা অন্য কিছু যে রয়েছে তা বোঝা যাচ্ছে। ফাইলের মধ্যে কৃষকদের নাম থাকলেও আদতে সেই ফাইলটি ব্যবসায়ীদের। ভারতে এমনটা চলতে পারে না। কৃষকদের সমস্যাটা সরকারের বোঝা উচিৎ। কৃষি আইন বাতিল না হলে আন্দোলন জারি থাকবে। সরকার জানে এই আইন বলবৎ থাকলে তাদের দূর দিন ঘনিয়ে আসবে।

 উল্লেখ করা যেতে পারে, বিগত ১৮ দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক আন্দোলন চলছে। কৃষি আইন সংশোধনের প্রস্তাব সরকারের তরফ থেকে দেওয়া হলেও তা মানতে নারাজ কৃষকরা। তাদের দাবি অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।