আগরতলা, ৩ ডিসেম্বর (হি. স.)৷৷ গণতান্ত্রিক আন্দোলন সকলের অধিকার৷ কিন্তু, ত্রিপুরা সরকারের প্রতি আস্থা রেখে সহযোগিতার জন্য চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকা এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান করেছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ চাকুরিচ্যুত শিক্ষকদের প্রতি তাঁর আবেদন, অশিক্ষক পদে নিয়োগের পরীক্ষায় অংশ নিন৷ তাতে, ক্ষতি নয়, লাভ-ই হবে৷ তাঁর দাবি, চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগের জন্যই ৪০০০ অশিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ সাধারণ বেকারদের সাথে তারাও ওই সুযোগ নিতে পারবেন৷ এক্ষেত্রে তাদের জন্য সুপ্রিম কোর্টের রায় মেনে বয়স ছাড় দেওয়া হবে৷
প্রসঙ্গত, আগামী ৭ ডিসেম্বর থেকে চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের তিনটি সংগঠন যৌথভাবে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে৷ গণবস্থান দিয়ে তারা আন্দোলন শুরু করতে চলেছে৷ তাদের দাবি, ত্রিপুরা সরকার-কে নির্বাচনী প্রতিশ্রুতি মেনে চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষকদের চাকুরীর স্থায়ী সমাধান করতে হবে৷ সাথে প্রয়াত চাকুরিচ্যুত শিক্ষকদের পরিবারের একজনকে ডাই-ইন-হারনেসে চাকুরী প্রদান করতে হবে৷
এ-বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরা সরকার মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে চাকুরিচ্যুত শিক্ষক এবং সাধারণ বেকারদের জন্য অশিক্ষক পদে ৪০০০ শূন্যপদ সৃষ্টি করেছে৷ ইতিমধ্যে ওই শূন্যপদে নিয়োগে বিজ্ঞপ্তিও জারি হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, টিআরবিটি-র মাধ্যমে ৪০০০ শিক্ষক নিয়োগেও ত্রিপুরা সরকার উদ্যোগ নিয়েছে৷ এক্ষেত্রেও সাধারণ বেকারদের পাশাপাশি চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা সুযোগ নিতে পারবেন৷
এদিন তিনি দাবি করেন, ৪০০০ অশিক্ষক পদে নিয়োগে চাকুরিচ্যুত শিক্ষকদের একটা বড় অংশ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ কারণ, দীর্ঘ সময় শিক্ষকতার সাথে যুক্ত থাকায় লিখিত পরীক্ষায় তাঁরা ভাল ফল করতে পারবেন বলেই মনে করা হচ্ছে৷
তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সকলের রয়েছে৷ কিন্তু, কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে আন্দোলনে ত্রিপুরা সরকারের কোন আপত্তি নেই৷ তবে, আন্দোলনে কোন বাধা যেমন নেই৷ তেমনি আন্দোলনের কোন প্রয়োজনীয়তাও নেই৷ কারণ, আগামীদিনে আরও পদ সৃষ্টির পথ খোলা রাখা হয়েছে৷ তখন চাকুরিচ্যুত সকলেরই চাকুরী-র সুযোগ রয়ে যাচ্ছে, অনুরোধের সুরে বলেন শিক্ষামন্ত্রী৷
তাঁর দাবি, চাকুরিচ্যুত-দের দাবি মাথায় রেখেই আউটসোর্সিং-র পথে হাঁটেনি ত্রিপুরা সরকার৷ তাঁর আবেদন, ৪০০০ অশিক্ষক পদে নিয়োগে সকলে অংশ নিন৷ সাথে তিনি সমস্ত রাজনৈতিক দলের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন৷

