আগরতলা, ২৯ অক্টোবর (হি. স.)৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ ত্রিপুরার জনজাতি সম্প্রদায়ের সমাজপতি এবং বিশিষ্টজনেদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন৷ রাজ্য অতিথিশালার সভাকক্ষে এ উপলক্ষে রাজ্য সরকার কর্তৃক আয়ােজিত হয় শুভ বিজয়া উপলক্ষে এক প্রীতি সম্মিলনি অনুষ্ঠান৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রীদেব শুরুতে উপস্থিত সকলকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আসন্ন দীপাবলি উৎসবের আগাম শুভকামনা জানান৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপজাতি কল্যাণ দপ্তরের নাম জনজাতি কল্যাণ দপ্তর নামে নামাঙ্কিত করার ঘােষণা দেন৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি সমাজের সার্বিক বিকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ৷ তাদের আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে৷ বর্তমান সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে টিটিএএডিসির নাম তিপ্রা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে৷ আশা করা হচ্ছে খুব শীঘ্রই তার অনুমােদন পাওয়া যাবে৷ রাজ্যের জনজাতিদের ঐতিহ্যবাহী রিসা কে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও মান্যতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ জনজাতিদের প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন জনজাতি গােষ্ঠীর রিসা সময়ে সময়ে পরিধান করে থাকেন প্রধানমন্ত্রী, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও বিশিষ্টজনেরা৷ সেই সঙ্গে আন্তর্জাতিক অতিথিদেরও রিসা দিয়ে সম্মান জানানাে হয়৷ সমগ্র বিশ্বে রিসা কে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ দীর্ঘ ২৩ বছর পর অবশেষে ত্রিপুরায় আশ্রিত প্রায় ৩৪,০০০ ব্লু শরনার্থীদের স্থায়ী সমাধানের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ তাদের পুনর্বাসনের জন্য ৬০০ কোটি টাকা আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ এই জন্য তিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান৷
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার জনজাতিদের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদকে শক্তিশালী করে জনজাতিদের জীবনমান উন্নয়নে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করে নিরলসভাবে কাজ করে চলেছে সরকার৷ আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম কিশাের মানিক্য বাহাদুরের নামে নামাঙ্কিত করা হয়েছে৷ পাশাপাশি ককবরক ভাষাকে মর্যাদা দিয়ে বড়মুড়া পাহাড়ের নাম হাতাইকতর করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী দেশের নতুন জাতীয় শিক্ষা নীতির কথা উল্লেখ করে বলেন, এই শিক্ষানীতিতে পঞ্চম শ্রেণী পর্যন্ত নিজ মাতৃভাষায় পড়ার সংস্থান রয়েছে৷ নতুন জাতীয় শিক্ষানীতি দেশের শিক্ষা ব্যবস্থায় এক আমূল পরিবর্তন নিয়ে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিশেষ করে টিটিএএডিসি এলাকায় নতুন সড়ক নির্মাণের জন্য ২০০ কোটি টাকার একটি প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে মঞ্জুরীর জন্য পাঠানাে হয়েছে৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে রাজ্যে জাতীয় সড়কের উন্নয়নে ৯টি প্রকল্পের শিলান্যাস হয়েছে৷ এই নয়টি প্রকল্পে ব্যয় হবে ২,৭৫২ কোটি টাকা৷ একই সঙ্গে আগামী এক বছরের মধ্যে রাজ্যের সড়ক উন্নয়নে আরও প্রায় ৭,৫০০ কোটি টাকার প্রকল্প মঞ্জুরীর জন্য প্রক্রিয়াধীন রয়েছে৷ রাজ্যের প্রতিটি পরিবারে পানীয়জল সরবরাহ সুনিশ্চিত করতে রাজ্য সরকার অটল জলধারা প্রকল্প রূপায়ণ করছে৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী তার ভাষণে রাজ্যে চালু হওয়া মুখ্যমন্ত্রী উন্নত গােধন’ প্রকল্পের বিস্তারিত সুযােগ সুবিধাগুলি তুলে ধরে বলেন, এই প্রকল্পের মাধ্যমে একদিকে দুগ্দ উৎপাদনে যেমন স্বয়ংসম্পূর্ণ হওয়া যাবে অন্যদিকে উদ্বৃত্ত দুধ বিক্রি করে অর্থনৈতিক সমৃদ্ধিও সুনিশ্চিত হবে৷ তিনি আশা ব্যক্ত করেন খুব কম সময়ে করােনা অতিমারি থেকে বেড়িয়ে এসে ত্রিপুরা আগামী দিনে শক্তিশালী রাজ্য হিসাবে গড়ে উঠবে৷

