নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): আগামী সপ্তাহেই বিহারে ভোট। বিহারে নীতীশ কুমারের সরকার ফের ক্ষমতায় এলে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বিহারবাসীকে দেওয়া হয়েছে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার প্রতিশ্রুতি। আর এই করোনা-টিকার প্রতিশ্রুতি নিয়েই বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। শুক্রবার সঞ্জয় রাউত বলেছেন, ‘আগে বলা হত, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন বলা হচ্ছে, তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের ভ্যাকসিন দেব। যাঁরা বিজেপিকে ভোট দেবে, তাঁরাই ভ্যাকসিন পাবেন, এটাই বিজেপির বৈষম্যমূলক আচরণ। এটা মোটেও ঠিক নয়।’
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, যেখানে বিজেপির সরকার রয়েছে, যেখানে বিজেপিকেই ভোট দেওয়া হবে, তাঁরাই টিকা পাবেন এটা সংশোধনের বিষয়। আগে বলা হত, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন নতুন ঘোষণা দেখতে পাচ্ছি, তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের ভ্যাকসিন দেব। এভাবে দেশে একটি রাজনৈতিক দল বৈষম্যমূলক আচরণ করছে। যাঁরা আমাদের ভোট দেবে না, তাঁরা ভ্যাকসিন পাবেন না। যাঁরা আমাদের ভোট দেবে, তাঁরাই ভ্যাকসিন পাবেন।’ রাউতের কথায়, ‘ভ্যাকসিনের নামে দেশকে বিভক্ত করার প্রস্তুতি চলছে। এটা মোটেও ঠিক নয়।’