BRAKING NEWS

চূড়াচাঁদপুর জেলায় বেসরকারি বিদ্যালয়ে টিউশন ফি মকুবের সিদ্ধান্ত

ইমফল, ১৬ অক্টোবর (হি.স.) : করোনা-প্রকোপের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে মণিপুরের চূড়াচাঁদপুর জেলার বেসরকারি বিদ্যালয়গুলি। ছয় মাসের জন্য তারা টিউশন ফি মকুব করার ঘোষণা করেছে। এতে অভিভাবকদের ভীষণ উপকার হবে। প্রসঙ্গত, বেসরকারি এবং অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলিকে এপ্রিল থেকে টিউশন ফি-র ৩০ শতাংশ সংগ্রহ করার নির্দেশ দিয়েছিল মণিপুর সরকার। কিন্তু এতে সকলের আপত্তি ছিল।  

গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত টিউশন ফি মকুব করার সিদ্ধান্ত হয়েছে। এই খবরে অভিভাবকদের সংগঠন বেসরকারি বিদ্যালয়গুলির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন, মিজো জিরলাই পাওল, সিয়ামসিন পাউলপি, অল মণিপুর স্টুডেন্টস ইউনিয়ন এবং অল মণিপুর স্টুডেন্টস গার্ডিয়ান্স অর্গানাইজেশনের যৌথ সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *