গুয়াহাটি, ১৩ অক্টোবর (হি.স.) : অসমে ১,৫৭৬ জন শিক্ষকের চাকরি নিয়মিত করা হবে। এছাড়া রাজ্যের মধ্যাহ্ন ভোজন কৰ্মচারীদের মাসোহারাও বাড়ানো হয়েছে। মঙ্গলবার দিশপুরে জনতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে এই খবর দিয়েছেন শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
মন্ত্রী ড. শর্মা জানান, আদালতে শিক্ষকের চাকরি সংক্রান্ত মামলা চলছে। মামলার নিষ্পত্তি হলেই ১,৫৭৬ জন শিক্ষকের চাকরি নিয়মিত করা হবে। এছাড়া ট্ৰেনিং নেই এমন ২,৯৬০ জন শিক্ষককে টিউটর হিসেবে নিয়োগ করবে রাজ্য শিক্ষা দফতর। রাজ্যের বিদ্যালয় প্ৰাদেশীকরণের দ্বিতীয় তালিকা নভেম্বরে প্রকাশ করা হবে, জানান শিক্ষামন্ত্রী।
একই সাংবাদিক সম্মেলনে দুর্গাপূজার মরশুমে রাজ্যের ১ লক্ষ ১৮ হাজার ৯৯৮ জন মধ্যাহ্ন ভোজন কৰ্মচারী যথাক্রমে রাঁধুনি ও সহায়িকাদের জন্য সুখবরও দিয়েছেন শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। জানান, মধ্যাহ্ন ভোজন কর্মচারীদের এখন থেকে মোট ১,৫০০ টাকা করে মাসোহারা প্রদান করা হবে। এতদিন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ১০০০ টাকা করে মাসিক বেতন বাবদ দেওয়া হত। এখন অসম সরকারের তরফ থেকে ৫০০ টাকা যোগ করে প্ৰতিমাসে দেড় হাজার করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সে অনুযায়ী চলতি বছরের এপ্ৰিল মাস থেকে অক্টোবর পর্যন্ত এক সঙ্গে নতুন হারে বেতনের টাকা আসন্ন দুর্গাপূজার আগেই তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী হিমন্তবিশ্ব। তিনি জানান, এই প্রকল্প বাবদ বাজেটে ৬০ কোটি টাকা ধার্য করা হলেও ইতিমধ্যে ৩৪ কোটি ২০ লক্ষ টাকার অনুমোদন দেওয়া হয়েছে।