বিজেপির প্রদেশ কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত, আজ কার্যনির্বাহক সমিতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ কার্যনির্বাহক সমিতির বৈঠকে অংশ নেওয়ার জন্য এসেছেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত তথা উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক সম্পাদক অজয় জামুয়াল৷ তবে আজ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব আসতে পারেননি৷ তিনি জরুরি সাংগঠনিক কাজে ভূপাল গিয়েছেন৷ তাই আগামীকাল কার্যনির্বাহক সমিতির বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন তিনি৷


প্রদেশ বিজেপি কার্যালয়ে অজয় জামুয়াল বলেন, দুদিনের সফরে ত্রিপুরায় এসেছেন৷ আজ স্টেট কোর কমিটি, স্টেট অফিস বিয়ারারদের সাথে বৈঠক করবেন৷ আগামীকাল কার্যনির্বাহক সমিতির বৈঠকে অংশ নেবেন৷ তিনি বলেন, ত্রিপুরায় সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে৷ বিভিন্ন বিষয়ে চর্চা হবে৷ তিনি বলেন, করোনা-র প্রকোপে দেশ-দুনিয়া বিপর্যস্ত হয়ে পড়েছে৷ এই পরিস্থিতিতে সাংগঠনিক দিক দিয়ে ত্রিপুরায় বিজেপি কী অবস্থায় রয়েছে, মানুষের প্রত্যাশা পূরণে কতটা সাফল্য অর্জন করেছে, সে-সবের মূল্যায়ন হবে৷

এদিকে, এই কার্যকারিনী বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সংগঠিত হবে৷ এই বৈঠকে বিশেষ করে আগরতলা পুর নিগম সহ পুর সংস্থা এবং নগর সংস্থা ও এডিসির নির্বাচন বিষয়ে আলোচনা হবে৷ এই বৈঠকে এডিসির নির্বাচন নিয়েও আলোচনা করবেন নেতৃত্ব৷ এই সময়ের মধ্যে যে বেশ কয়েকটি বিষয়ে গুরুত্ব পাবে তারমধ্যে অবশ্যই রয়েছে আইপিএফটির সাথে আঁতাতের বিষয়টিও৷ এই সময়ে আইপিএফটি এবং বিজেপির মধ্যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তারমধ্যে অবশ্যই রয়েছে পার্টির রণকৌশল ঠিক করা৷ এই সময়ে রাম মাধবের উপস্থিতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা ছিল বলে খবর৷ এই বৈঠকে অন্যান্য বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে৷


প্রসঙ্গত এদিনের বৈঠকে যে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয় তারমধ্যে অবশ্যই রয়েছে এডিসির নির্বাচনে আইপিএফটির সাথে আঁতাত হবে কিনা বিষয়টি৷ এইবারের কার্যকারিনী বৈঠকটি দুইভাবে অনুষ্ঠিত হবে৷ একদিকে যারা রয়েছেন আগরতলা তাদের একটা অংশকে পার্টি অফিসে আনা হলেও অন্যান্যরা বাড়ি থেকেই এই কর্মসূচিতে অংশ নেবেন৷ জানা গেছে এই সময়ে আগরতলা এবং অন্যান্য জায়গায় যারা রয়েছেন তারা অংশ নেবেন ভার্সুয়ালে৷ এই বিষয়টি উল্লেখ করে সকলেই বলেছেন আসন্ন আগরতলা পুর নিগম ও অন্যান্য বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে৷ এদিন মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা অংশ নিয়েছেন৷ প্রসঙ্গত আগরতলা এবং রাজ্যের অন্যান্য জায়গায় করোনা পরিস্থিতি ছাড়াও রাজনৈতিক আবহে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *