নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ বুধবার মাদার টেরেজার জন্মদিন৷ রাজ্যে যথাযোগ্য মর্যাদায় মাদার টেরেজার জন্মদিন পালিত হয়৷ এ উপলক্ষে অনুষ্ঠান হয় আগরতলার নির্মলা শিশু ভবনে৷ এখানে বুধবার সকালে প্রার্থনা সভার মধ্য দিয়ে মাদার টেরেজার জন্মদিন এর সূচনা করা হয়৷ এছাড়া দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
মাদার টেরেজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং প্রদীপ প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করা হয়৷কুঞ্জবন নির্মলা শিশু ভবনে মাদার টেরেজার জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও বাহিরের কোন লোকজনদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি৷
নির্মলা শিশুভবনের আবাসিক সহ অন্যান্যরা অনুষ্ঠানগুলোতে অংশ নেন৷ সামাজিক দূরত্ব বজায় রেখে মাদার টেরেজার জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এই উপলক্ষে বিশেষ কোনো অনুষ্ঠানের এবং জাকজঁমকতার আয়োজন করা হয়নি৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে কুঞ্জবন নির্মলা শিশুগৃহের পক্ষ থেকে জানানো হয় করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে এ বছর মাদার টেরেজার জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি৷ জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়৷