BRAKING NEWS

স্বাস্থ্য দফতরে করোনার থাবা, বিশেষ অনুমতি নিয়ে বন্ধ কাজকর্ম, হল স্যানিটাইজ

আগরতলা, ২৪ আগস্ট (হি.স.)৷৷ প্রশাসনিক আধিকারিক এবং তিন চিকিৎসক সহ ২০ জনের করোনা আক্রান্তের ঘটনায় সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতর বন্ধ রাখা হয়েছে৷ স্যানিটাইজ করার জন্যই বিশেষ অনুমতি নিয়ে আজ একদিনের জন্য কাজকর্ম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা ডা. শুভাশিস দেববর্মা৷


তিনি বলেন, স্বাস্থ্য অধিকর্তা কার্যালয় এবং পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরে প্রশাসনিক আধিকারিক তিন চিকিৎসক ও ১৭ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন৷ তাই, ওই দুই কার্যালয় স্যানিটাইজ করা প্রয়োজন হয়ে পড়েছে৷ তাই, আজ বিশেষ অনুমতি নিয়ে একদিনের জন্য স্বাস্থ্য ভবনে কাজকর্ম বন্ধ রাখা হয়েছে৷ তাঁর কথায়, শনি ও রবিবার স্বাস্থ্য ভবনে স্যানিটাইজ করা হয়েছে৷ গত দুদিন সরকারি ছুটি থাকায় সমস্যা হয়নি৷ কিন্তু আজ ছুটির দিন নয়৷ ফলে রাজ্য সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে একদিনের জন্য কাজকর্ম বন্ধ রাখা হয়েছে৷ তিনি বলেন, দুই দফতরেই স্যানিটাইজ করার কাজ সমাপ্ত হয়েছে৷

আগামীকাল থেকে যথারীতি কাজকর্ম শুরু হবে৷
পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা বলেন, করোনা আক্রান্তের সন্ধান মিললে স্যানিটাইজ করা বাধ্যতামূলক৷ তাই, আজ স্বাস্থ্য ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে৷ তাঁর কথায়, স্বাস্থ্য অধিকর্তা কার্যালয়ে ৯ জন এবং পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরে ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৩ জন চিকিৎসক, একজন জনসংযোগ আধিকারিক এবং গ্রুপ-সি ও গ্রুপ-ডি মিলিয়ে বাকি ১৬ জন রয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *