নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের লিপুলেকের কাছে সামরিক গতিবিধি বৃদ্ধি করেছে চিনা সেনাবাহিনী।কয়েকদিন আগেই সীমান্ত লাগোয়া এই অঞ্চলের সামনেই সৈন্য সমাবেশ ঘটেছিল চিন। প্রথম দফায় এক হাজার সৈন্য মোতায়েন করেছিল চিন। দ্বিতীয় দফায় সেখানে মোতায়েন করা হয়েছে দুই হাজার সেনা। কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র থেকে জানা গিয়েছে যে এই অঞ্চলে ১০০ কিলোমিটার এলাকাজুড়ে কংক্রিটের নির্মাণ করে চলেছে লাল ফৌজ। ভূমি থেকে আকাশ পথে যেকোনও লক্ষ্য বস্তুর ওপর আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের জন্য প্ল্যাটফর্ম ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে লাল ফৌজ।
উল্লেখ করা যেতে, লিপুলেখ হচ্ছে সেই জায়গা যেখানে ভারত, নেপাল এবং চিনের সীমান্ত এসে মিশেছে। সম্প্রতি নিজেদের সদ্য প্রকাশিত মানচিত্রে ভারতের লিপুলেখকে নিজেদের বলে দাবি করেছে নেপাল। নিজেদের নতুন মানচিত্র রাষ্ট্রসঙ্ঘের কাছে পাঠিয়ে দিয়েছে তারা। লিপুলেখের সামনে চিনা সেনার সমাবেশ থেকে এটা স্পষ্ট যে ভারতের বিরুদ্ধে নেপাল এবং চিনের বন্ধুত্ব অনেক বেশি গভীরে গিয়ে প্রবেশ করেছে।