আগরতলা, ১৪ আগস্ট (হি. স.) : অনলাইন পরিষেবা স্থানীয়ভাবে আরও সহজ ও শক্তিশালী হোক, চাইছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাই, কমন সার্ভিস সেন্টারের আওতায় আরও নতুন নতুন পরিষেবাকে অন্তর্ভূক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি৷ সচিবালয়ে অনুষ্ঠিত তথ্য ও প্রযুক্তি দফতরের এক পর্যালোচনা সভায় এই নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী যুবক-যুবতীদের আই টি স্টার্ট-আপ স্থাপনে উৎসাহিত করেন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিপিও পরিষেবা বাড়ানোর উপর জোর দিয়েছেন৷ তিনি রাজ্যে ইন্টারনেট পরিষেবার পরিসর বৃদ্ধিতে জোর দেন৷ কারণ, মানুষ অনলাইন পরিষেবার সহজেই সুযোগ নিতে পারেন, চাইছেন তিনি৷ বিভিন্ন বিল প্রদানের ক্ষেত্রে অনলাইন পরিষেবার বিকাশে বিজ্ঞাপন, ইনসেনটিভ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি নির্দেশ দিয়েছেন৷
আই টি দফতরের সচিব এদিন বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, রাজ্যে নতুন ড্যাটা সেন্টার স্থাপন করা হবে৷ হাই স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদানের লক্ষ্যে স্টেট ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে আরও শক্তিশালী করা হবে৷ নাগরিকদের সুবিধার্থে আরও অনেক সরকারি পরিষেবাকে অনলাইন করা হবে৷ মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার আওতায় (এম ওয়াই ওয়াই ওয়াই) কমন সার্ভিস সেন্টার, ই-ডিস্টিক্ট, ই-অফিস ইত্যাদির উপর জোর দেওয়া হয়েছে৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় মোট ৭২৮৬ জন ছাত্রছাত্রীকে স্মার্ট ফোন দেওয়ার জন্য জনপ্রতি ৫০০০ টাকা অনুমোদন করা হয়েছে৷ শীগ্রই তা কার্যকর করা হবে৷ তিনি আরও বলেন, সমস্ত কল্যাণমূলক প্রকল্পের জন্য সিঙ্গল উইন্ডো ভিত্তিক ড্যাটাবেস তৈরির লক্ষ্যে নতুন বেনিফিসিয়ারির ম্যানেজমেন্ট সিস্টেম (বি এম এস) বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ রাজ্যে আই টি / আই টি ই এস স্টার্টআপ-এ উৎসাহিত করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সরকারি অনলাইন পরিষেবাকে সহজতর করতে একটি মোবাইল আ্যাপ এবং একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হবে৷
এ বিষয়ে কথা বলতে গিয়ে মুখ্যসচিব সরকারি অফিসগুলিতে ই-অফিস বাস্তবায়নের প্রস্তাব দেন৷ এই পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ সচিব প্রশান্ত কুমার গোয়েল, আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সি ই ও ড় শৈলেশ যাদব, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড় সন্দীপ মাহাত্মে, এন আই সি-র ডিডিজি ও এস আই ও চয়ন কান্তি ধর এবং আই টি দফতর ও এন আই সি-র অন্যান্য আধিকারিকগণ৷