রাজ্যে করোনায় আরও পাঁচজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৮, সুস্থ হলেন ৬৭

আগরতলা, ৬ আগস্ট (হি.স.)৷৷ ত্রিপুরায় একদিনে করোনা আক্রান্ত সর্বোচ্চ মৃত্যু হয়েছে আজ বৃহস্পতিবার৷ করোনা আক্রান্ত পাঁচজনের আজ মৃত্যু হয়েছে৷ স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই খবর জানানো হয়েছে৷ তাতে, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে৷
প্রসঙ্গত, করোনা-র সংক্রমণ বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে মৃত্যুর হারও ত্রিপুরায় বেড়ে চলেছে৷ তবে, অধিকাংশই বার্ধক্যজনিত রোগে কিংবা অন্য রোগের উপসর্গ নিয়ে অসুস্থ রয়েছেন৷ ফলে, করোনা তাদের দ্রুত কাবু করে ফেলছে৷


এদিকে, শুক্রবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৮ জন৷ এদিন ২৭৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতে ১২৮ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এর মধ্যে সমীক্ষার বকলগে ৩২১ জনের মধ্যে ১৭ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷ তাছাড়া বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে এবং প্রবেশ পথে পরীক্ষা করা হয়েছিল ১৭০৮ জনের নমুনা৷ তাতে ১১০ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ অন্যদিকে, আরটিপিসিআরের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৭৩৫ জনের৷ এর মধ্যে এক জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷


ত্রিপুরায় বুধবার পর্যন্ত ৫৭৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৭৯৩ জন সুস্থ হয়েছেন৷ তাছাড়া, ১৮ জন ত্রিপুরার বাইরে রয়েছেন৷ এদিকে, পশ্চিম ত্রিপুরা জেলা বর্তমানে করোনা সংক্রামিতের দিক দিয়ে শীর্ষে রয়েছে৷ শুরুর দিকে, ধলাই জেলা করোনা আক্রান্তের ঘাটি হিসেবে পরিচিতি পেয়েছিল৷ কিন্ত, সময়ের সাথে সিপাহিজলা জেলা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল৷ কিন্ত, এখন সমস্ত জেলাকে ছাপিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শীর্ষে রয়েছে৷ এই জেলায় ১৪৩২ জন এখন পর্যন্ত করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷


আজ একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে৷ তারা সকলেই বয়স্ক বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর৷ তাছাড়া, তাদের দেহে অন্য রোগের উপসর্গও ছিল৷ এদিকে, এদিন রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন করোনা আক্রান্ত রোগী৷ এখন পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৩৬৷ সক্রিয় রোগীর সংখ্যা ১৮২৬ জন এবং সুস্থ্য হয়ে ফিরেছেন ৩৮৬০ জন৷
প্রসঙ্গত, রাজ্যে করোনা আক্রান্তের সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে৷ যদিও রাজ্য সরকার করোনা মোকাবেলায় বর্তমানে আনলক-১ জারি রেখেছে৷ সেই সাথে প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে কঠোর নাজরদারী চালিয়ে যাচ্ছে৷ কিন্তু, মৃতের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগে রয়েছে জনগণ৷