আগরতলা, ৫ আগস্ট (হি.স.)৷৷ করোনা পরিস্থিতিতে ছয় মাস ধরে বিদ্যালয়ে পঠন-পাঠন বন্ধ৷ তাই এখন খোলা আকাশের নীচে ক্লাস বসবে৷ পারস্পরিক দূরত্ব বজায় রেখে সবর্োচ্চ পাঁচ জন ছাত্রছাত্রীকে পড়াবেন শিক্ষকরা৷ আগামী ১৫ আগস্টের পর থেকে ত্রিপুরায় ওই সরকারি সুকলের ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ উদ্যোগ শুরু হচ্ছে৷
প্রসঙ্গত, গত ১৭ মার্চ থেকে ত্রিপুরায় করোনা-র প্রকোপে সুকলে পঠন-পাঠন বন্ধ রয়েছে৷ তাই, ত্রিপুরায় ধাপে ধাপে ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ তাতে, রেকর্ডিং করে, টেলিভশন, দূরদর্শন, ইউটিউবের মাধ্যমে সরাসরি সম্প্রচার, একটু খেলো একটু পড়ো এবং সম্প্রতি কল সেন্টারের মাধ্যমে ছাত্রছাত্রীদের পঠন-পাঠন জারি রেখেছে৷ তাতেও একাংশের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছিল না৷ তাই, খোলা আকাশের নীচে ক্লাস চালু করার জন্য সম্প্রতি ত্রিপুরা মন্ত্রিসভা সম্মতি দিয়েছে৷
তাতে তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একজন শিক্ষক সবর্োচ ৫ জন ছাত্রছাত্রীকে পড়াবেন৷ সপ্তাহে দশ ঘণ্টা পড়াতে হবে৷ পারস্পরিক দূরত্ব বজায় রেখে ওই ক্লাস শুরু হবে৷ একই পদ্ধতি পরবর্তী ধাপেও শুরু হবে৷ ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের সপ্তাহে ১২ ঘণ্টা এবং নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সপ্তাহে ১৫ ঘণ্টা পড়াবেন শিক্ষকরা৷
এক্ষেত্রে পাঠ্যক্রমের বিজ্ঞান ও গণিত ৬০ শতাংশ এবং বাংলা, ইংরেজি, এসএসটি এবং এনভায়রনমেন্ট ৫০ শতাংশ পড়াবেন৷ ত্রিপুরার এই সিদ্ধান্তের খবর পেয়ে ইতিমধ্যে মহারাষ্ট্র, সিকিম, মণিপুরে এই পদ্ধতিতে ক্লাস শুরু হয়েছে৷

