আগরতলা, ৪ আগস্ট (হি. স.) ৷৷ ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনে গিয়ে বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের করোনা আক্রান্তের অতি সংস্পর্শে যাওয়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছে ত্রিপুরা সরকার৷ ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড় মাহাত্মে সন্দীপ এন-কে নির্দেশ দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন নিয়ে ত্রিপুরায় জেলা প্রশাসন এবং বিজেপি বিধায়কের মধ্যে তরজার লড়াই চরমে পৌঁছেছিল৷ পিপিই কিট পরলেও করোনা আক্রান্তের অতি সংস্পর্শে যাওয়ায় বিজেপি বিধায়ক তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে প্রাতিষ্ঠানিক একান্তবাসে যাওয়ার নির্দেশ দিয়েছেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক৷ তাঁর নির্দেশের জবাবে বিধায়ক সুদীপ রায়বর্মণ বলেছেন, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনিক আধিকারিকদের অবগত করেই কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেছি৷ অথচ, অতীতে এমনই করোনা আক্রান্তের সংস্পর্শে গিয়েছেন, এমন-কি সংক্রমিতদের বাড়িতে আইসোলেশনে রাখার ব্যবস্থা হয়েছে৷ এক্ষেত্রে, কায়েমী স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে করোনা আক্রান্তের সংস্পর্শে পাঠিয়ে তাঁকে সংক্রমিত করার চেষ্টা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷
পাল্টা জেলা শাসক বলেছেন, অনুমতি নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে গেছেন এমন কোন নথি থাকলে দেখাতে পারেন৷ তাছাড়া, তার সুরক্ষার চিন্তাতেই একান্তবাসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ এরই মধ্যে আজ স্বরাষ্ট্র দফতর বিধায়কের কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের ঘটনায় ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক-কে দায়িত্ত্ব দেওয়া হয়েছে৷ মোট তিনটি বিষয়ের উপর তদন্ত করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ তাতে, সুরক্ষা ব্যবস্থা কতটা লঙ্ঘিত হয়েছে, বিধায়কের নিজের এবং অন্যান্যদের সাথে পরিবার কতটা ঝুঁকিতে রয়েছে এবং ওইদিন কোভিড কেয়ার সেন্টারে দায়িত্বে যারা ছিলেন তারা কতটা দায়িত্ব পালন করেছেন তার রিপোর্ট দিতে বলা হয়েছে৷

