নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার চালিতাছড়িতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের৷ ট্রেনে কাটা পড়ে মৃত যুবকের নাম মিঠুন ত্রিপুরা৷ জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ মালবাহী ট্রেনটি সাবরুম থেকে আগরতলা থেকে আসছিল৷ সাব্রুমের এর চালিতাছড়ি এলাকায় এক যুবককে ধাক্কা দেয় ট্রেনটি৷ ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই যুবক৷
ঘটনার খবর পেয়ে সাবরুম থানার পুলিশ ছুটে যায়৷ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ৷ ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷