নয়াদিল্লি, ৩০ জুলাই (হি. স.): উত্তর প্রদেশ এবং কেরলে রাজ্যসভার একটি করে আসনের জন্য নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। এই দুই আসনে থাকা সাংসদদের অকালপ্রয়াণ এর ফলে আসন দুটি খালি হয়ে গিয়েছে। তাই নির্বাচন করা আবশ্যক হয়ে পড়েছে। এই দুটি আসনের জন্য আগামী ২৪ আগস্ট ভোটগ্রহণ হবে বলে জানা গিয়েছে।নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে উত্তরপ্রদেশের সাংসদ বেনি প্রসাদ বড়মার অকাল প্রয়াণে কারণে আসনটি খালি হয়ে যায়। তার কার্যকাল ২০২২ সালের জুলাই মাস পর্যন্ত ছিল।
অন্যদিকে, কেরলে সংসদ বীরেন্দ্র কুমারের প্রয়াণে র ফলে আসন খালি হয়ে যায়। তার কার্যকাল ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত ছিল। ওই দুই আসনে কে জিতল তার ফলাফল ওইদিনই জানা যাবে।ওইদিনই অন্ধ্রপ্রদেশের বিধান পরিষদের একটি আসনের জন্য উপনির্বাচন হবে।