BRAKING NEWS

ইঞ্জিনিয়ারিংয়ে ৩টি ডিগ্রি কোর্সে স্পেশালাইজেশন এম টেক’র অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি (টি আই টি)-তে ৩টি ডিগ্রি কোর্সে স্পেশালাইজেশন এম টেক-এর জন্য অল ইণ্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এ আই সি টি ই) থেকে আজ অনুমোদন পাওয়া গেছে৷ আজ সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


তিনি জানান, টি আই টি-তে কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের স্পেশালাইজেশন ডাটা সায়েন্সের জন্য ইলেকট্রনিক্স এণ্ড কমিউনিকেশন, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের স্পেশালাইজেশন বি এল এস আই এণ্ড এমবেডেড সিস্টেম এবং থার্মাল ইঞ্জিনিয়ারিং এই তিনটি বিষয়ের জন্য এম টেক-এর আজ অনুমোদন পাওয়া গেছে৷ প্রতিটি বিষয়েই ১৮ জন করে পড়াশুনা করতে পারবেন৷ শিক্ষামন্ত্রী জানান, ইঞ্জিনিয়ারিং-এ ৩টি ডিগ্রি কোর্সে স্পেশালাইজেশন এম টেক-এর অনুমোদন পাওয়া রাজ্যের জন্য অবশ্যই বড় প্রাপ্তি৷ এখন থেকে এই তিনটি বিষয়ে এম টেক করার জন্য রাজ্যের ছেলেমেয়েদের বহির্রাজ্যে যেতে হবে না৷ রাজ্য সরকারের পক্ষ থেকে এরজন্য অল ইণ্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী৷

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে (টি আই টি) ৪টি ডিগ্রি কোর্সের জন্য ন্যাশনাল বোর্ড অব অ্যাক্রিডিটেশনের (এন বি এ) স্বীকৃতি পাওয়া গেছে৷ তিনি জানান, টি আই টি-তে বর্তমানে কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এণ্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই পাঁচটি ডিগ্রি কোর্স রয়েছে৷ এরমধ্যে গত ২০১৯ সালে কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এণ্ড কমিউনিশন ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের এন বি এ-র স্বীকৃতি পাওয়া গিয়েছিলো৷ চলতি বছরের মে মাসে আরও একটি ডিগ্রি কোর্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর এন বি এ-র স্বীকৃতি পাওয়া গেছে৷


সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের জন্য আগামী কিছুদিনের মধ্যে এন বি এ-র স্বীকৃতি পাওয়া যাবে বলে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন৷ শিক্ষামন্ত্রী জানান, বর্তমান রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করার পর রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে মাস্টার ডিগ্রি কোর্স চালু করার জন্য উদ্যোগ নিয়েছিলো৷ দীর্ঘ প্রচেষ্টার পর আজ এই বিষয়ে সাফল্য পাওয়া গেছে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *