অমরাবতী, ২৫ জুন (হি.স.): ফের লাইনচ্যুত হল ভারতীয় রেল। বুধবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশে সুরারেড্ডিপালেম এবং টাঙ্গুটুরের মাঝে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির তিনটি বগি, এরপরই বেলাইন হয়ে যাওয়া বগিগুলিতে আগুন ধরে যায়। লাইনচ্যুত বগিগুলিতে তেলের ট্যাঙ্কার ছিল। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে, রেল পরিষেবা সাময়িকের জন্য বিঘ্নিত হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে চারটি ট্রেন।
রেল সূত্রের খবর, বুধবার গভীর রাতে সুরারেড্ডিপালেম এবং টাঙ্গুটুরের মাঝে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির তিনটি বগি, বেলাইন হয়ে যাওয়া বগিগুলিতে তৎক্ষণাৎ আগুন ধরে যায়। লাইনচ্যুত বগিগুলিতে তেলের ট্যাঙ্কার ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিভিয়েছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে, রেল পরিষেবা সাময়িকের জন্য বিঘ্নিত হয়েছে। ওই শাখার চারটি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে।