নয়াদিল্লি ও কলকাতা, ১২ জুন (হি.স.): কমছে না, বরং রোজই বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে পরপর পাঁচ-দিন, রবিবার, সোমবার, মঙ্গলবার, এবং বুধবারের পর বৃহস্পতিবারও মহার্ঘ্য হল জ্বালানি তেল। বৃহস্পতিবার দিল্লি, কলকাতা, মুম্বইয়ে ও চেন্নাইয়ে দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। ০.৬০ পয়সা দাম বৃদ্ধির পর বৃহস্পতিবার দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭৪.০০ টাকায়, কলকাতায় ০.৫৮ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম ৭৫.৯৪ টাকা, মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়েছে ০.৫৮ পয়সা ও চেন্নাইয়ে ০.৫৩ পয়সা করে বাড়ার পর পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৮০.৯৮ টাকা এবং ৭৭.৯৬ টাকা।
পেট্রোলের পাশাপাশি দাম বেড়েই চলেছে ডিজেলেরও। বৃহস্পতিবার ০.৬০ পয়সা বাড়ার পর দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৭২.২২ টাকা, কলকাতায় ০.৫৪ পয়সা বাড়ার পর লিটারপ্রতি ডিজেলের দাম ৬৮.১৬ টাকায় গিয়ে ঠেকেছে। মুম্বইয়ে ডিজেলের দাম বেড়েছে ০.৫৭ পয়সা এবং চেন্নাইয়ে ০.৫১ পয়সা বেড়েছে ডিজেলের দাম। মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম যথাক্রমে-৭০.৯২ টাকা এবং ৭০.৬৪ টাকা। করোনাভাইরাস-সঙ্কটের জেরে এমনিতেই প্রবল সমস্যার মধ্যে দেশবাসী, এমতাবস্থায় পরপর পাঁচ-দিন জ্বালানি তেলের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের।