নয়াদিল্লি, ৮ জুন (হি.স.) : এবার করোনার হানা নির্বাচন কমিশনে । করোনায় আক্রান্ত নির্বাচন কমিশনের এক আধিকারিক । আধিকারিকের করোনা রিপোর্ট পজিটিভ আসায় নির্বাচন সদনের তিনতলায় স্যানিটাইজেশনের কাজ।
জানা গিয়েছে, নির্বাচন কমিশনের ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ডিভিশনের একজন আধিকারিকের করোনা পরীক্ষা হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে | নির্বাচন সদনের তিন তলায় ওই ব্যাক্তি বসেন এবং ইভিএম ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে নিযুক্ত রয়েছেন বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকল নিয়মাবলী মেনে চলা হচ্ছে। হচ্ছে স্যানিটাইজেশনের কাজ। তবে কমিশন কিভাবে বন্ধ রাখা হবে তা এখনও জানা যায়নি।
এদিকে জানা যায়, গতকাল পিআইবি প্রধান করোনা আক্রান্ত হয়ে এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় জানা যায় ওই আধিকারিকের করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ন্যাশনাল মিডিয়া সেন্টার।
করোনা হানা দিয়েছে শ্রমমন্ত্রকেও। করোনা আক্রান্ত শ্রমমন্ত্রকের ১১ জন আধিকারিক। করোনা ভাইরাসে আক্রান্ত শ্রম এবং নিযুক্তি মন্ত্রকের আধিকারিকদের করোনা পরীক্ষা করা হলে জানা যায় ১১ জন পজিটিভ হয়েছেন।
আনলক. ১ তৎপরতা শুরু হতেই বেলাগাম সংক্রমণ ভারতে। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৫৬ হাজার ৬১১। দেশে করোনায় মৃত্যু বেড়ে ৭ হাজার ১৩৫। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্টোদিকে তেমনি সুস্থও হচ্ছেন অনেকে। সোমবার সকাল পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৯৫ জন।