BRAKING NEWS

করোনা আক্রান্ত দ্বিগুণ হতে ১৩ দিন সময় লাগছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ মে (হি. স.):  করোনায় আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা দ্বিগুণ হতে এখন ১৩ দিন সময় লাগছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: হর্ষবর্ধন। লকডাউন আগের অবস্থায় করোনার রোগীর সংখ্যা দ্বিগুণ হতে সময় লাগত ৩.৪ দিন।সামাজিক দূরত্ব বজায় রাখা এবং যাবতীয় নিয়ম মেনে চলার জন্য এই সাফল্য মিলেছে বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রবিবার জানিয়েছেন, সঠিক সময় দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে। এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উন্নত দেশগুলি অনেক সময় নিয়ে নিয়েছিল। কয়েকটি দেশে যখন পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছে তখন তারা লকডাউন জারি করেছে। এমনকি কয়েকটি জায়গায় আংশিক লকডাউন তারা বলবত করেছে। উল্লেখ করা যেতে পারে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬৭৬৭।ফলে সব মিলিয়ে দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১৮৬৮। বিগত ২৪ ঘণ্টায় ১৪৭ জনের মৃত্যু হয়েছে।সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৬৭।দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৩৫৬০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *