গুয়াহাটিতে করোনা-সংক্রমিত আরও দুই, আক্ৰান্তের সংখ্যা বেড়ে ৯১

গুয়াহাটি, ১৬ মে (হি.স.) : গতকাল সন্ধান মিলেছিল তিনজনের। আজ (শনিবার) গুয়াহাটিতে আরও দুই ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রেজাল্ট এসেছে। এ নিয়ে রাজ্যে করোনা-আক্রান্তের সংখ্যা ৯১ জনে বৃদ্ধি পেয়েছে। আজ যাঁদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে তাঁরা দুজনেই ফ্যান্সিবাজারের আলু গুদামের সঙ্গে সংস্পৃষ্ট। আজ দুপুর ১২:১৫ মিনিটে এই দুঃসংবাদ টুইট করে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

টুইটে সকলকে সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী জানান, কামরূপ মহানগরে আরও দুজনের শরীরে কোভিড-১৯ সংক্রমিত হয়েছে। এরাও আলু গুদামের সঙ্গে জড়িত ছিলেন। অসমে এখন পর্যন্ত ৯১ জনের শরীরে মারাত্মক এই ভাইরাস ধরা পড়েছে। তাদের মধ্যে ৪১ জনকে সুস্থ বলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলেও দুজনের মৃত্যু হয়েছে। সক্রিয় ৪৬ জন চিকিৎসাধীন। এছাড়া দুজন অভিবাসী আক্রান্ত। তাঁরা অন্য রাজ্যে চিকিৎসাধীন।

এদিকে গতকালও তিনজনের শরীরে ধরা পড়েছিল মারণ করোনা ভাইরাস। তাঁদের মধ্যে একজন সরুসজাই কোয়ারেন্টাইন ক্যাম্প এবং একজন গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্যজন পশ্চিমবঙ্গের অভিবাসী। তিনি তাঁর রাজ্যে চলে গেছেন।

প্রসঙ্গত গত ১৪ মে সাতজনকে কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছিল। তাঁদের মধ্যে তিনজন ক্যানসার এবং এক হৃদরোগী কিশোরী ছিল। তছাড়া আরও তিন জন রোগীদের অ্যাটেনডেন্ট। এঁরা মুম্বাই থেকে ক্যানসার ও হৃদরোগের চিকিৎসা করে মঙ্গলবার রাতে সরুসজাইতে এসেছিলেন। এছাড়া ১৩ মে গুয়াহাটিতে একদিনে ১৫ জনের শরীরে পাওয়া গিয়েছিল মারাত্মক করোনা ভাইরাসের সংক্রমণ। গতকাল পর্যন্ত রাজ্যে করোনা-আক্ৰান্তের সংখ্যা ৮৯ ছিল। সেদিনই মন্ত্রী ড. শর্মা আশঙ্কা প্রকাশ করেছিলেন, আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে তাঁর ধারণা।