প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ ঘোষণার পরেই চাঙ্গা শেয়ার বাজার

মুম্বাই, ১৩ মে (হি. স.) : বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই বেশ খানিকটা চাঙ্গা হয়ে উঠতে দেখা গেল শেয়ার সূচক। মঙ্গলবার রাত ৮টার সময় জাতির উদ্দেশে ভাষণে ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই ঘোষণার প্রভাব পড়েছে দেশীয় শেয়ার বাজারে।

সেনসেক্স সূচকটি ১,৪৭০.৭৫ পয়েন্ট বা ৪.৬৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩২,৮৪১.৮৭ পয়েন্টে। ওদিকে নিফটি   আগের দিনের থেকে ৩৮৭.৬৫ পয়েন্ট (৪.২২ শতাংশ) বেড়ে পৌঁছয় ৯,৫৮৪.২০ পয়েন্টে। আইটি সেক্টর বাদ দিয়ে মোটামুটি সব জায়গাতেই দেখা গেছে শেয়ার সূচক ঊর্ধ্বগামী। বেড়েছে অটোমোবাইল সেক্টরের শেয়ার সূচকও।

এদিন বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই শেয়ার বাজারে কিছুটা হলেও গতি আসে। বাজারগুলি অবশ্য ব্যবসায়ের প্রথম কয়েক মিনিটের মধ্যে এই প্রথম অর্ধেক লাভের অর্ধেক ছেড়ে দিয়েছে। সকাল ৯ টা ২৭ মিনিটে দেখা যায়, সেনসেক্স ৭৭৭.৬৮ পয়েন্ট বা ২.৪৮ শতাংশ বেড়ে ৩২,১8৮.৮০ পয়েন্টে পৌঁছেছে। এদিকে নিফটি মঙ্গলবার বাজার বন্ধের তুলনায় ২২২.৫৫ পয়েন্ট (২.৪২ শতাংশ) বেড়ে ৯,৪১৯.১০ পয়েন্টে পৌঁছয়।